মওদুদের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিলেন ইশরাক!

ব্যারিস্টার মওদুদ আহমদ কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না বেসরকারি খাতের বিকাশ এবং উন্নয়নে ব্যারিস্টার মওদুদ আহমদের গু’রুত্ব পূর্ণ ভূমিকা ছিলো। বিভিন্ন সময় ক্ষ’মতাসীন দলে থাকার কারণে তিনি ক্ষ’মতাবান ছিলেন। আর এই ক্ষ’মতাকে কাজে লা’গিয়ে তিনি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত ক’রতেন।

বাংলাদেশে অ’ন্তত দুজন শিল্প উদ্যোক্তার উত্থানের পেছনে ব্যারিস্টার মওদুদ আহমদের সরাসরি ভূমিকা রয়েছে। এদের মধ্যে পারটেক্স গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এম এ হাসেম। এম এ হাসেম নোয়াখালীর খুবই সাধারণ ব্যবসায়ী ছিলেন কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমদের আনুকূল্য এবং পৃষ্ঠপোষকতায় সরকারের পারটেক্স কিনে নেন এবং তার পরের ইতিহাস সকলেরই জা’না।

আজকে পারটেক্স গ্রুপ দেশের অন্যতম প্রধান শিল্প গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, মিনারেল ওয়াটারসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মালিকানায়। ব্যারিস্টার মওদুদ আহমদের কারণেই আরও একজনের উত্থান ঘ’টে।

তিনি হলেন আবদুল আউয়াল মিন্টু। আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশে মাল্টিমোড গ্রুপের কর্ণধার। তাদের ইন্সুরেন্স ব্যবসাসহ নানা রকম কৃষি প্রযু’ক্তির ব্যবসায় রয়েছে। আবদুল আউয়াল মিন্টুকে বিদেশ থেকে প্রায় জো’র করে নিয়ে আসেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

মওদুদের উৎসাহ এবং পৃষ্ঠপোষকতায় আবদুল আউয়াল মিন্টু তার ব্যবসার প্রসার ঘটান। এ ছাড়াও নোয়াখালী অঞ্চলের বেশকিছু শিল্পউদ্যো’গের সরাসরি সহায়তা ক’রেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।