মওদুদের জা’নাজায় মুসল্লিদের ঢল, লা’শ সামনে রেখে যা বললেন ফখরুল

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের দুপাশের সড়ক তখন কানায় কানায় পূর্ণ। লোকে লোকারন্য বিএনপির রাজনীতির এই আঁতুড়ঘর। দূ’র দূ’রান্ত থেকে দলে দলে নেতাক’র্মী রা এসেছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জা’নাতে। মওদুদ আহমদের লা’শবাহী ক’ফিন এলো বেলা ১১ টার কিছু সময় পর।

প্রিয় নেতার জা’নাজায় অংশ নিতে আসা হাজার হাজার নেতাক’র্মী রা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন। লা’শ আসার পর সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি। ভারাক্রান্ত হয়ে উঠেছেন মওদুদের সহযোদ্ধারা। কারো কারো চোখে কোন বেয়ে পানি বেরিয়ে আসছিল।

এমতাবস্থায় জা’নাজার আগমুহূ’র্তে দীর্ঘদিনের সহযোদ্ধার লা’শ সামনে রেখে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারাক্রান্ত ফখরুল কিছুটা আবেগাপ্লুত হয়ে প’ড়েন এসময়।

নিজেকে কিছুটা সামলে নিয়ে ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন। আমি ব্য’ক্তিগতভাবে ও আমাদের দল শূন্যতা অ’নুভব করছি। আজকে আপনারা সবাই দেখছেন এই বরেণ্য ব্য’ক্তির প্রতি শ্রদ্ধা জা’নাতে সর্বস্তরের মানুষ এসেছেন। তারা শ্রদ্ধা জা’নাচ্ছেন। আম’রা পরম ক’রুণাময় আল্লাহর কাছে দোয়া করব— তিনি যেন তার সব গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করেন।

এ সময় তিনি আরও বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ একজন অভিভাবক ছিলেন। তার এ প্রয়াণে জাতির বড় ক্ষ’তি হয়ে গেছে। আম’রা তার মৃ’ত্যুতে গ’ভীর শূন্যতা অ’নুভব করছি। যখন আম’রা এক রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছি, তখন তার শূন্যতা আরও বেশি অ’নুভব করব।

মির্জা ফখরুল বলেন, আম’রা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের নেতা ও দেশের অন্যতম জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের জা’নাজায় শরিক হয়েছি। যিনি ছাত্রজীবন থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম ক’রেছেন। তিনি একজন প্রতিষ্ঠিত লেখক, আ’ইনজীবী ও রাজনীতিবিদ।

আজ তিনি আমাদের ছে’ড়ে চলে গেছেন। তিনি শুধু রাজনীতিক ছিলেন না, রাজনীতিক কিংবদন্তি ছিলেন। তিনি অনেক পরিবর্তনের স’ঙ্গে জড়িত ছিলেন। প্রতিটি পরিবর্তনেই তার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

বিএনপি মহাসচিব বলেন, তিনি নিজেকে রাজনীতিবিদ ও আ’ইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করে বর্ণাঢ্য জীবনের অধিকারী হয়েছেন। প্রায় ৮১ বছর বয়সে তিনি আমাদের ছে’ড়ে না ফেরার দেশে চলে গে’লেন। তার এই চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

মির্জা ফখরুল বলেন, আজ আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তার মাগফিরাত কামনা করছি ও শো’কসন্তপ্ত পরিবারের প্রতি সমবে’দনা জা’নাচ্ছি।