মালেয়েশিয়া ইমিগ্রেশন থেকে আটকে পড়া প্রবাসীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ

মালেয়েশিয়ান সরকার আর ইমিগ্রেশন মালেয়েশিয়ার পরিকল্পনা পরিষ্কার শেষ পর্যন্ত তারা ওই সমস্ত শ্রমিক মালোয়েশিয়াতে ফিরিয়ে আনবে যাদের কে তাদের বস বা কোম্পানীর অধিক প্রয়োজন, মালেয়েশিয়ান ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য মতে কোন কোম্পানীর যদি ৫০% বেশী শ্রমিক ছুটিতে গিয়ে আটকা আছে আর সেই জন্যে ওই কোম্পানী গুলো আর্থিক ক্ষতি হচ্ছে বা কোম্পানীর কোন শ্রমিক না আসায় কোম্পানী চালনায় বাধাগ্রস্থ হচ্ছে এমন ডকুমেন্টস সহ ট্রাভেল পাস আবেদন করলে তারা সহজেই ট্রাভেল পাস পাবেন ।

ট্রাভেল পাস প্রকৃয়া ২০২১ সাল পুরো বছর জুরে থাকবে , যতদিন মালোয়েশিয়া তে ৮০% মানুষ ভ্যাকসিন না নিবে ততদিন সকল প্রকার ভ্রমন এর উপর বিধি নিষেধ থাকবে , এই পর্যন্ত এখনো পরিষ্কার না মালোয়েশিয়া কবে তাদের বর্ডার আগের মত স্বাভাবিক করবে,তবে এটা নিশ্চিত বিভিন্ন দেশে গিয়ে আটকা পরা কয়েক লাখ শ্রমিক সবাই হয়তো ফিরতে পারবেন না।

ম’হামা’রীর কারনে মালেয়েশিয়ান সরকার সার্ভিস সেক্টর সহ প্রফেশনাল ভিসার উপর কিছু নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আর বিদেশী শ্রমিক কমিয়ে আনা সহ অনেক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তাই যাদের বস বা মালেকের সাথে যোগাযোগ আছে তারা আজই ট্রাভেল পাস এর জন্য আবেদন করুন , বাংলাদেশে করোনা নিন্মমুখী হওয়ায় এখন ট্রাভেল পাস পাওয়ার সম্ভাবনা বেশী, সবাই কে নির্ভুল ভাবে ট্রাভেল পাস আবেদন করতে হবে সব ডকুমেন্টস সহ আর রিজেক্ট হলে পূনরায় আবেদন করতে পারবেন।

আরেক টা বিষয় ট্রাভেল পাস এর জন্য কোন টাকা পয়সা লাগে না এটা মালোয়েশিয়ান নিজস্ব ইমিগ্রেশন এর ওয়েব সাইটে আবেদন করা লাগে , আর যাদের ভিসা শেষ তারা ট্রাভেল পাস পাওয়ার পর ৬ হাজার বাংলাদেশী টাকায় রি – এন্ট্রি ভিসা নিয়ে মালোয়েশিয়াতে যেতে পারবেন । তাহলে আজই বস কে বলে ট্রাভেল পাস এর জন্য আবেদন করুন । আল্লাহ সবার সহায় হোন । আমিন