একটা ব্যারিস্টার ছেলের কথাবার্তা ‘ধ’ররে, মা’ররে, কে’টে ফে’লব’: রিজভী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার তাপসকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওই যে ছেলেটি ঢাকা দক্ষিণের মেয়র হয়েছে ভোট ছাড়া, তার কথাবার্তা দেখুন। একটি ব্যারিস্টার ছেলে তার কথাবার্তাতো একটু মার্জিত হবে, পরিশীলিত হবে। কেমন যেন ‘ধ’র’রে, মা’র’রে, কে’’টে ফে’ল’বো’ এই ধরনের তার কথাবার্তা। তার ফলাফল বহিঃপ্রকাশ দেখেন।’

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তাপস সম্পর্কে তিনি আরও বলেন, গোপালগঞ্জ যাবেন সেখানে ফেরিতে দুজন লোক পুলিশের অনুমতিতে উঠেছে। তার সিকিউরিটি যারা ছিলেন, তারা তাদের মেরে মাথা ফা’টি’য়ে দিয়েছে। তাপস আপনি কে? আপনার ওই ফেরিতে একজন সাধারণ মানুষ যেতে পারবে না আর গেলে পরে র’’ক্তা’ক্ত হবে? আপনি মেয়র নামের অযোগ্য। আপনি বিনাভোটের মেয়র বলেই আপনার মধ্যে মানবতা নেই। আপনার মধ্যে ন্যূনতম কোনো সংস্কৃতি নেই। আপনি একটা গু’’ণ্ডা’র মতো আ’চর’ণ করেছেন।’

তিনি বলেন, ‘যারা জনগণের ভোটে মেয়র হয় না, তারা হয় বে’পরো’য়া, জমিদার। এই দেশটা কি আপনাদের জমিদারি? ফেরি কি আপনাদের ব্যক্তিগত মালামাল যে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না। আর উ’ঠলে পরে পরিণাম হবে র’’ক্তা’ক্ত হওয়া। আজ গু’’ণ্ডা’রা হয় মেয়র, ‘মা’ফিয়া’রা হয় মন্ত্রী।’