সাকিব তার টাকার শ্রাদ্ধ ক’রেছেন : তসলিমা নাসরিন

কিছুদিন আগেই কলকাতায় এক কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান মহাবি’পাকে প’ড়েছিলেন। একটি বিশেষ গোষ্ঠী তার স’মালোচনায় মেতেছিল।

অথচ এই সাকিব মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় মসজিদ নি’র্মাণ করে দিয়েছেন। মসজিদটি গত বছর উদ্বোধন হলেও এতদিন আড়ালেই ছিল। স’ম্প্রতি বিষয়টি মিডিয়ায় আসায় প্র’তিক্রিয়া জা’নিয়েছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।

নিজে’র ভেরিফায়েড ফেসবুক পেইজে তসলিমা লি’খেছেন, ‘সাকিবের প্রচুর টাকা। নিউ ইয়র্কে বিশাল বাড়ি তাঁর। আর কোন কোন শহরে বাড়ি কিনেছেন জা’না নেই আমা’র।তবে আজকের খবর হলো, তিনি তাঁর নানাবাড়ি মাগুরায় একখানা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমা’র প্রশ্ন, ওখানে কি অভাব ছিল মসজিদের? আমি নি’শ্চিত, অভাব ছিল না। যদি অভাব কিছুর থেকে থাকে তবে ভালো হাসপাতালের, ভালো কলেজে’র, ভালো বিজ্ঞান একাডেমির, ভালো ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের, ভালো পাবলিক লাইব্রেরির।

‘কিন্তু সাকিব তাঁর টাকার শ্রাদ্ধ করলেন কচু’রিপানা ভর্তি পুকুরে আরও একখানা কচু’রিপানা ছে’ড়ে। কী হবে এরপর? ক’দিন পর মসজিদের ইমাম কোনও শি’শুকে ধ’র্ষণ করবেন, ক’দিন পর মুয়াজ্জিন করবেন, ক’দিন পর মসজিদ কমিটি একটি ধ’র্ষণাগার ওরফে মাদ্রাসা বানানোর জন্য সাকিবের কাছে আবেদন করবেন। দৃ’শ্যগুলো তো আম’রা চোখ বুজেই দে’খতে পাচ্ছি।’

স্থা’নীয় সূত্রে জা’না গেছে, মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় মসজিদটি নি’র্মাণ ক’রেছেন সাকিব। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নি’র্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় ক’রতে পারেন।