প্রয়োজন ছাড়া ১৭-২৬ তারিখ ঘরের বাইরে যাওয়া নি’ষেধ !

বঙ্গব’ন্ধুর জ’ন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় অতিথিদের নি’রাপত্তা নি’শ্চিতে ১০ দিন সব ধ’রনের সভা-সমাবেশ না ক’রতে আবারও আ’হ্বান জা’নিয়েছেন পু’লিশপ্রধান বেনজীর আহমেদ।

সোমবার (১৫ মা’র্চ) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পু’লিশ সার্ভিস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দয়া করে ১৭ থেকে ২৬ তারিখ পর্যন্ত এ ১০ দিন শহরে প্রয়োজন না হলে চলাফেরা সীমিত রাখার জন্য অনুরো’ধ করছি।

বিদেশি অথিতিদের তাদের সর্বো’চ্চ নি’রাপত্তা দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। ৫ জন ভিভিআইপিদের চলাচলে কোনো স’মস্যা না হয় সে জন্য কোনো ধ’রনের সভা সমাবেশ আয়োজন করবেন না।

পু’লিশের এ ক’র্মকর্তা বলেন, নগরবাসীর যেন কোনো স’মস্যা না হয় সেদিকে আমাদের নজর থাকবে। প্রয়োজন ছাড়া ১৭-২৬ তারিখ ঘরের বাইরে যাওয়া নি’ষেধ !