আল-আকসায় ৭০০ বছর সংরক্ষিত জাফরান কালিতে লেখা কোরআন

কুরআন মুসলমানদের প্রধান ধ’র্মগ্রন্থ। ইসলামী ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধ’রে খণ্ড খণ্ড অংশে হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকট অবতীর্ণ হয়

পবিত্র কুরআন। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধ’রে বহু মানুষ কোরআনের সেবা করে যাচ্ছেন।

নতুন খবর হচ্ছে, ফিলিস্তিনের মসজিদুল আকসার সংগ্রহশালায় ৭০০ বছর ধ’রে সংরক্ষিত আছে

কস্তুরিমিশ্রিত জাফরানের কালিতে লেখা পবিত্র গ্রন্থ আল কোরআনের একটি অনুলিপি।

আল আকসা ছাড়াও একইরকম তৈরিকৃত কোরআন কারীমের পৃথক দুটি পাণ্ডুলিপি মুসলমানদের পবিত্রতম অপর দুই স্থান

মসজিদুল হারাম এবং মসজিদে নববীতেও হাদিয়া পাঠিয়েছিলেন সুলতান আল মা’রিনী। তবে কালের পরিক্রমায় সেগুলো সংরক্ষিত থাকেনি।