কুরআনের আয়াত পরিবর্তনের রিট খারিজ না হলে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে: আমীরে হেফাজত

শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরীফের ২৬ টি আয়াতের ওপর আপত্তি তোলে পরিবর্তনের আবেদন জা’নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে দা’য়ের করা রিটের তীব্র নি’ন্দা ও কড়া প্রতিবাদ জা’নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ (১৪ ই মা’র্চ) রবিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন,পবিত্র কুরআন মহান আল্লাহ তায়া’লার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানী কিতাব। মানব জাতির মু’ক্তির একমাত্র সংবিধান। কোরআন শরীফ আল্লাহ তায়া’লার কালাম। আল্লাহ তায়া’লা নিজেই কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সমস্ত মুসলমানদের আকিদা বিশ্বা’স, অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কুরআন শরীফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেহ পরিবর্তন ক’রতে পারবে না। কুরআন শরীফে কোন প্রকারের পরিবর্তন সাধন হওয়ার দাবী কারী মুসলমান থাকতে পারে না, সে নিসন্দে’হে কাফের।

আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী বলেন,ওয়াসিম রিজভী কুরআন শরীফের ২৬ টি আয়াতের ব্যাপারে আপত্তি তোলে সেগুলো পরিবর্তনের জন্য ভারতের সুপ্রিম কোর্টে রিট দা’য়ের করে কার্যত বিশ্বমুসলিমের সাথে যু’দ্ধ ঘো’ষণা করেছে।

এই রিট দা’য়ের করে অমা’র্জনীয় অপরাধ করেছে উগ্রবাদী এই শীয়া ওয়াসিম রিজভী। এর দ্বারা মুসলমানদের ধ’র্মীয় অনুভূতিতে চরমভাবে আঘা’ত করা হয়েছে। পবিত্র কুরআন শরীফের কোন আয়াত পরিবর্তনে কোর্টের রিট বিশ্বের পৌনে কোটি মুসলমান মেনে নেবে না।

হুশিয়ারী উচ্চারণ করে আমীরে হেফাজত বলেন,উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই ওয়াসিম রিজভী আজ কুরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট দা’য়ের করার সাহস পাচ্ছে। ওয়াসিম রিজভী অতীতেও তার বক্তব্যে ইসলাম স’স্পর্কে নানা বিত’র্কের সৃষ্টি দিয়েছে। আজ সে প্র’কাশ্যে কেরআনের বি’রুদ্ধে অব’স্থান নিয়েছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, পবিত্র কোরআন নিয়ে পৃথিবীর নিকৃষ্টতর কাফের শিয়াদের এমন জঘন্য ক’র্মকাণ্ড কখনো বরতাশত করা হবে না। অনতিবিলম্বে ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই রিট খারিজ ক’রতে হবে এবং বিশ্বের পৌনে দুইশো কোটি মুসলমানের ধ’র্মীয় অনুভূতিতে আঘা’ত হেনে এই রিট দা’য়ের করার অপরাধে কুখ্যাত কাফের শীয়া ওয়াসিম রিজভীকে উপযুক্ত শা’স্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কুরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বি’রুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে।

পৃথিবীর যে কোন প্রান্তে হোকনা কেন পবিত্র কুরআনের বি’রুদ্ধে কোন ধ’রনের ষড়যন্ত্র সহ্য করা না। কুরআন শরীফের ২৬ টি আয়াত তো দূ’রের কথা একটি অক্ষর পরিবর্তনের চেষ্টা করা হলেও বিশ্বমুসলিম বুকের তাজা র’ক্তের বিনিময়ে কুরআনের বি’রুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে বলে ক’ঠোর হুশিয়ারী উচ্চারণ করেন আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।