ছাত্র ফেডারেশনের সমাবেশে মোদিকে লাল কার্ড প্রদ’র্শন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদ’র্শন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মোদিকে বাংলাদেশে স্বাগত না জা’নিয়ে লাল কার্ড দেখান সংগঠনটির নেতারা।

ফেডারেশনের কে’ন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ডের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের কে’ন্দ্রীয় শাখার সংগঠক সজীব ওয়াফি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে নেতারা বলেন, ব্য’ক্তি বিভাজন ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রত্যাখ্যান করছি। বর্তমান ভারত-বাংলাদেশ স’স্পর্ক আমাদের মর্যাদার ওপর দাঁড়িয়ে নেই। আমাদের মাথার ওপর ফেলানীর লা’শ ঝুলছে, আমাদের নদী শুকিয়ে আছে। এই অব’স্থায় আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদিকে স্বাগত জা’নাতে পারি না।

তারা বলেন, নরেন্দ্র মোদি ফ্যাসিস্ট সরকার। যার আ’সল উদ্দেশ্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। যাদের হাতে মানুষের র’ক্ত, মুসলমানদের র’ক্ত। কৃষকদের ওপর তারা অত্যাচার করছে। তারা চাচ্ছেন কীভাবে বাংলাদেশকে কাশ্মীরে রূপান্তর করা যায়। তাই মোদির বি’রুদ্ধে প্র’তিরো’ধ গড়ে তুলতে হবে।

সমাপনী বক্তব্যে জাহিদ সুজন বলেন, বাংলাদেশের বিরো’ধী শ’ক্তির প্রতিনিধি নরেন্দ্র মোদি। আম’রা বাংলাদেশের মানুষ হিসেবে ছাত্র সমাজে’র পক্ষ থেকে আজকে তাকে লাল কার্ড প্রদ’র্শন করছি।

সভাপতির বক্তব্যে জাহিদ সুজন বলেন, বর্তমান বাস্তবতায় আম’রা এই সাম্প্রদায়িক মোদিকে কোনোভাবেই স্বাগত জা’নাতে পারছি না। আজকে আম’রা তাকে লাল কার্ড জা’নিয়েছি। কিন্তু প্রতিবাদ প্র’তিরো’ধ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, দলীয়ভাবে যদি সুবর্ণজয়ন্তী উদযাপন ক’রতে চান তাহলে করুন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নরেন্দ্র মোদিকে অতিথি করে আনবেন না। আর যদি ছাত্র সমাজে’র এই দা’বি না মানা হয় তাহলে ভবিষ্যতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ভারতীয় হাইকমি’শনের সামনে আম’রা আমাদের ক’র্মসূচি নিয়ে হাজির হবো।