তসলিমা নাসরিনের বিদ্রুপ মিঠুনকে ‘পদ্ম গোখরা’ বলে

পশ্চিমবঙ্গে নির্বাচনী ডামাডোলের মধ্যে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মহাতারকা মিঠুন চক্রবর্তী নিজে’র স’ম্পর্কে মন্তব্য ক’রেছেন ‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’। আর এ নিয়ে বিদ্রুপ করলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুকে তসলিমা নাসরিন লি’খেছেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী’ করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মা’রতে গিয়ে কাকে মা’রে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!’

উল্লেখ্য, দীর্ঘদিন ধ’রেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের স’ঙ্গে যু’ক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা’র সদস্যও করা হয় তাকে। বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মা’মলায় নাম জড়ায় মিঠুনের। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার অ’ভিযোগ ওঠার কিছুদিন পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান মিঠুন। ভগ্ন স্বা’স্থ্যের কারণ দেখিয়ে ২০১৬ সালের শেষদিকে রাজ্যসভা’র সদস্য পদও ত্যা’গ করেন ‘মহাগুরু’।

তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে, বাংলার নির্বাচনের কথা মা’থায় রেখে মিঠুনকে দলে টানার চেষ্টা করে গেরুয়া শি’বির। বর্ষীয়ান অ’ভিনেতার স’ঙ্গে দেখা করেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত। তারপর থেকেই মিঠুনের বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনায় সিলমোহর পড়ে মোদীর ব্রিগেড সমাবেশে।

ইতোমধ্যেই ‘ওয়াই প্লাস’ নি’রাপত্তার ব্যব’স্থা করা হয়েছে মিঠুনের জন্য। মিঠুন তার সিনেমা’র সংলাপের সুরে বলেছিলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। ’ তার এই মন্তব্যেই শোরগোল প’ড়ে যায়।