করো’না ভা’ইরাসের ধ’রনে কোনো পরিবর্তন আসেনি, আমাদের আচরণ চালচলনের কারণেই করো’না র সংক্র’মণ ের সংখ্যা বেড়ে চলেছে বলে জা’নিয়েছন বাংলাদেশে করো’না ভা’ইরাসের জিন-নকশা উন্মোচনের নেতৃত্বদানকারী অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা।
শনিবার রাত ৮টার দিকে নিজে’র ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এমন সত’র্কতার কথা উল্লেখ করেন ডা. সেঁজুতি।
ফেসবুক স্ট্যাটাসে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের এই বিজ্ঞানী বলেন, ভা’ইরাসের কোন ধ’রনের সংক্র’মণ বাড়ছে সেটি কোনো বিষয় নয়, এই মুহূ’র্তে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূ’রত্ব বজায় রাখার চেয়ে কাজে’র কিছু নেই।
অদরকারে চা-কফি খেতে আড্ডা দিতে বাইরে গিয়ে একত্রিত হওয়া ব’ন্ধের সম্ভবত এখনই মোক্ষম সময় বলে মন্তব্য করেন ডা. সেঁজুতি সাহা।
সেঁজুতির বাবা ড. সমীর সাহা মাইক্রোবায়োলজির অধ্যাপক। রাজধানীর ঢাকা শি’শু হাসপাতালের অণুজীব বিভাগেরও প্রধান। শি’শুমৃ’ত্যুর বড় দুই ঘাতক ব্যাধি মেনিনজাইটিস ও নিউমোনিয়া। এ দুই রো’গের টিকা ব্যবহারে বাংলাদেশকে সহায়তায় গু’রুত্ব পূর্ণ ভূমিকা আছে সমীর সাহার।
উৎসঃ দ্যা ডেইলি ক্যাম্পাস