ঢাকাই সিনেমা’র শী’র্ষ নায়ক শাকিব খান তার নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র লুক দিয়ে চ’মকে দিয়েছেন ভক্ত-শুভাকাঙক্ষীদের। ৭ মা’র্চ নিজে’র ফেসবুক ও ইনস্টাগ্রামে সিনেমাটির ফার্স্টলুক প্র’কাশ করেন ঢালিউড কিং। তারপর থেকে বলা যায় লুকটি ভাইরাল। শাকিব ভক্ত এবং সিনেমাপ্রেমীরা বেশ প্রশংসা ক’রতে থাকেন শাকিবের এই লুকের।
পরদিন ৮ মা’র্চ (সোমবার) সিনেমা’র আরেকটি ছবি প্র’কাশ করেন শাকিব। সেই ছবিটি ফেসবুকে শেয়ার ক’রেছেন ঢাকাই সিনেমা’র আরও দুই নায়ক ইমন ও নিরবসহ অনেকে। ‘অন্তরাত্মা’র শাকিবে মুগ্ধ সবাই। শাকিবের এই লুকেই যেন সিনেমা হিট! অভিনেতার ফেসবুক পেজে এই লুক নিয়ে চলছে প্রশংসার প্রতিযোগিতা।
শাকিব খানের কেমন লাগছে এত প্রশংসায়? জানতে চাইলে তিনি বলেন, ‘গল্প শোনার পর থেকেই আমি এই সিনেমাটির প্রেমে প’ড়ে যাই। সিদ্ধা’ন্ত নিই নিজে’র সর্বো’চ্চটা দিয়ে কাজটি করার। কিন্তু শুরুর লুকেই যে এত সাড়া পাব, সেটা ভাবিনি। সিনেমাটির প্রতি সবার ভালোবাসা দেখে আমি আনন্দিত। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’
পাবনার রত্নদীপ রিসোর্টে সিনেমাটির শু’টিং শুরু হয়েছে গত ৬ মা’র্চ। প্রথম দিন অফিস দৃ’শ্যের শু’টিংয়ে অংশ নেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার দ’র্শনা বণিক। এরমধ্যেই তার ঢাকায় এসে সিনেমাটির শু’টিং শুরু করার কথা।
‘অন্তরাত্মা’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। সংলাপ রচনা ক’রেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনায় শাকিবের ‘সত্তা’র প্রযোজক সোহানী হোসেন। আ’সছে ঈদুল ফিতরে সিনেমাটি মু’ক্তির জো’র প্র’স্তুতি চলছে। শাকিবভক্তরা বড় পর্দায় সিনেমাটি দেখার অপেক্ষায়।