রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রী মা’নসিক হয়রানির শি’কার হয়েছে বলে অভিযােগ পাওয়া গেছে। তাদের অভিযােগ, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে একজন শিক্ষক, পু’লিশ সদস্য ও নারী ওই শিক্ষার্থীদের পােশাক নিয়ে বিরূপ মন্তব্য ও বাকবিতণ্ডায় জড়ান।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কাজলা গেটে এ ঘ’টনা ঘ’টে। ভুক্তভােগীরা সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে অভিযােগ করে লিখেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় একজন বান্ধবীর সাথে ক্যাম্পাসে ঢুকি কাজলা গেট দিয়ে।
তার ব্যাক পেইনের কারণে সে মসজিদের সামনে দাঁড়ালে হ’ঠাৎ একজন শিক্ষক চিৎকার ও ঝাড়ি দিয়ে বললেন যে, এই মেয়ে এখান থেকে যাও। লজ্জাশরম নেই? মসজিদের সামনে দাঁড়িয়েছ কেন?
আম’রা সেখান থেকে চলে যাচ্ছিলাম তখন সিভিল ড্রেসে যে পু’লিশ ছিলেন, তিনি গালা’গালি শুরু করে দিয়েছেন। আপনাদের ড্রেসআপ এর ঠিক নেই নির্লজ্জ, আপনাদের ওড়না ঠিক নেই, বেয়াদব মেয়ে মানুষ।
তিনি আরও লিখেন, ‘এক মহিলা এসে বলছে, বেয়াদব মেয়ে এখনাে ওড়না দিয়ে শ’রীর ঢাকোনি ত’র্ক করছ? আর সাথে সেই শিক্ষক নামাজ পড়তে না গিয়ে উনি হুকুম দিলেন, আমাদের আইডি কার্ড রেখে দেওয়ার।
আম’রা হাঁটছিলাম তখন উনি আমাদেরকে ধ’রে আনার জন্য বললেন এবং এদের আইডি কার্ড রেখে দাও। সেই পু’লিশও সুযােগ পেলেন এবং আরও কিছু কথা শুনিয়ে বললেন, আইডি কার্ড দেন আপনাদের শিক্ষক বলছে।
আইডি কার্ড দেন না হলে বের হােন এক্ষনি ক্যাম্পাস থেকে অতঃপর মানসম্মানের ভয়ে নিজে’রা ক্যাম্পাস থেকে বের হয়ে আ’সলাম। ভার্সিটিতে বলে দেওয়া হােক কোন ড্রেস আপ এ গেলে এভাবে শিক্ষার্থীদের হ্যারাজ হতে হবে না কাজলা গেটের এর পু’লিশ দ্বারা।
তাদের কী নির্ধারিত করা হয়েছে মেয়েদের ড্রেস দেখার জন্যে? ভুক্তভােগী একজন বলেন, ঘ’টনার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় বিভাগের কয়েকজন শিক্ষার্থীসহ আম’রা দুজন গতকাল কাজলা গেটে গেলে পু’লিশ সদস্য বিষয়টি স্বী’কার করেন।
আম’রা জানতে পেরেছি ওই শিক্ষকের নাম ও ওই নারী একজন শিক্ষকের স্ত্রী ছিলেন। আম’রা আগামীকাল রােববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও যৌ’ন নিপীড়নবিরােধী সেলে লিখিত অভিযােগ করবাে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘কাজলা গেটের ঘ’টনাটি শুনেছি। শিক্ষার্থীরা লিখিত অভিযােগ দিলে তদ’ন্ত সাপেক্ষে ব্যব’স্থা গ্রহণ করবাে। প্রসঙ্গত, ভুক্তভােগী দুইজন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের সদস্য।