আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বি’রুদ্ধে কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সভাপতি ও বীর মু’ক্তিযো’দ্ধা খিজির হায়াত খানকে মা’রধ’রের অ’ভিযোগ ওঠেছে।
আজ বিকাল ৫টার দিকে বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘ’টনা ঘ’টে। প্রত্যক্ষদর্শীরা জা’নান, বিকাল ৫টার দিকে উপজে’লা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান দলীয় কার্যালয়ের পাশে অব’স্থান করেন। হ’ঠাৎ করে আবদুল কাদের মির্জা,
তার ছোট ভাই শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন নেতাক’র্মী খিজির হায়াতকে অক’থ্য ভাষায় গা’লম’ন্দ করে। এক পর্যায়ে মির্জা কাদের খিজির হায়াত খানের পা’ঞ্জাবি ধ’রে তাকে বা’হিরে নিয়ে আসে। এক পর্যায়ে তাকে মা’রধ’র করে এবং তার পা’ঞ্জাবি ছি’ড়ে ফে’লে । এ সময় খিজির হায়াতকে ভবিষ্যতে বসুরহাট বাজারে আসতে নি’ষেধ করেন।
মা’রধ’রের বিষ’য়ে খিজির হায়াত খান বলেন, মির্জা যেভাবে তাকে মা’রধ’র করেছে মনে হলো আমি প’কেট মা’ইর। তিনি আমাকে লা’থি, কি’ল, ঘু’ষি মে’রে পাঞ্জা’বি ছিঁ’ড়ে ফে’লে । বিষয়টি পু’লিশকে জা’নালেও পু’লিশ তাকে কোনো সহযোগিতা করে নাই। তবে অ’ভিযোগের বিষয় জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে এবং কোম্পানীগঞ্জ থা’নার ওসি মীর জাহিদুল হক রনিকে ফোন দিলেও তারা কেউই রিসিভ করেননি।