রাজধানীর গু’লিস্তানে রাস্তা পারাপারের সময় মেয়ের সামনেই ঘা’তক বাস কেড়ে নিল পারভীন বেগম (৪০) এর প্রা’ণ।রোববার দুপুরে গো’লাপ শাহ্ মাজার এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে। পরে মেয়ে সুমাইয়া মুমূর্ষ অবস্থায় তাকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
জানা গেছে, পারভীন বেগম মুন্সীগঞ্জের রাজদিয়া গ্রামের আব্দুল বাসেদের স্ত্রী’। মে’য়েকে ডাক্তার দেখাতে ঢাকায় এসেছিলেন তিনি। বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে দুর্ঘ’টনার শিকার হন।
গণমাধ্যমকে সুমাইয়া বলেন, ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে আজ মুন্সীগঞ্জ থেকে সোহরাওয়ার্দী হাসপাতা’লে এসেছিলাম। ফেরার পথে গু’লিস্থান থেকে মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলাম। এ সময় মল্লিক পরিবহনের চাপায় মা গুরুতর আ’হত হন। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।খবর পেয়ে নি’হতের স্বামী আব্দুল বাসেদ ঢামেকে এসে তার স্ত্রী’কে মৃ’ত অবস্থায় দেখতে পান।