ডিএমপি কার্যালয়ে বিএনপির ৩ নেতা

আগামী ১০ ও ১৬ মা’র্চ বিএনপির উত্তর ও দক্ষিণের সমাবেশের বিষয়ে অবগত করতে ডিএমপি যুগ্ম কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।

সোমবার (৮ মা’র্চ) দুপুরে তারা ডিএমপি কার্যলয়ে ঢুকেছেন। এখনো তারা ডিএমপি কার্যালয়ে অবস্থান করছেন। সমাবেশে পু’লিশের সহযোগিতার বিষয়ে আশাবাদী তারা।

বিস্তারিত আসছে…
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফট’কের সামনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীদের দেখা যায়। তাঁরা হরতা’লের পক্ষে এবং নির্বাচনী অনিয়মের বি’রুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বিএনপির নেতা-কর্মীদের সংখ্যা বাড়ে।

সকাল নয়টার পর মির্জা ফখরুল সেখানে এসে কিছুক্ষণ বসে কার্যালয়ের ভেতরে চলে যান। তিনি এখনো কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।

বেলা ১১টার দিকে হরতা’লের সম’র্থনে এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন। এই কর্মসূচিতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত রুহুল কবির রিজভীর সঙ্গে কথা বলেন পু’লিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইস’লাম।

পু’লিশের এই কর্মক’র্তা রুহুল কবির রিজভীকে আধঘণ্টার মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দেন। পু’লিশের আলটিমেটামের পর ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উত্তে’জনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের থামানোর চেষ্টা করেন ইশরাক হোসেন। পরে তিন মিনিটের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চলে যান দলটির নেতা-কর্মীরা।