সাভারের আশুলিয়ায় সারারাত ডিউটি করে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোনায়েম (৬০) নামে শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নি”হ’ত হয়েছেন।
রোববার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মা’র্কেট এলাকায় এ দু’র্ঘ’ট’না ঘটে। মোনায়েম শিল্প পুলিশ ১-এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান, রাতে সরকার মার্কেট বান্ডু গার্মেন্টস ক্যাম্পে ডিউটিতে ছিলেন মোনায়েম।
ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘট’নাস্থ’লেই মৃ”ত্যু হয় তার।
নি”হ’তের ম’রদে’হ উ’দ্ধার করে ময়’নাত’দন্তের জন্য হাসপাতাল ম”র্গে পাঠানো হয়েছে।