একুশের ভোটে বিজেপির সবচেয়ে বড় চম’ক। ধুতি-পাঞ্জাবীতে একেবারেই বাঙালির বেশে ব্রিগেডে মঞ্চে মিঠুন চক্রবর্তী। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এবার যোগ দিলেন গেরুয়াশিবিরে।
মিঠুনের হাতে দলের পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ। মঞ্চে তাকে ‘বাংলার ছেলে’ বলে পরিচয় দিলেন মোদি। ‘মহাগুরু’-র যোগদানে উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা। মিঠুন যখন ব্রিগেডের মঞ্চে উঠেন, তখন উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় জনতা। এদিন প্রতিপক্ষের উদ্দেশে বাংলায় বক্তৃতায় ‘বহিরাগত’ তকমার জবাবও দেন মিঠুন।
এক সময়ে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরবর্তীতে দলবদল করে যোগ দেন তৃণমূলে।
মিঠুন চক্রবর্তী বলেন, পার্টিকে রাজনীতির সঙ্গে যুক্ত করাটা ছেড়ে দিন। মানবিকতার দৃষ্টিতে দেখুন। বিজেপি একমাত্র পার্টি, যারা ভালো কিছু করছে। আমি ভালোর পক্ষে, ইতিবাচক মানসিকতার মানুষ। রাজনীতি কি আমি জানি না। আমি মনুষ্যনীতি জানি। যখনই সুযোগ পাই, ঝাঁ’পিয়ে পড়ি।