ফুটপাতে বাচ্চা প্র’সব করলেন ভা’রসাম্যহীন মা, দায়িত্ব নিলেন পু’লিশ

চট্টগ্রামে টহল পু’লিশের দ্রুত ব্যব’স্থায় প্রা’ণে র’ক্ষা পান অ’প্রকৃতিস্থ মা’নসিক ভা’রসাম্যহী এক প্রসূতি এবং তার নবজাতক। রাস্তার ফুটপাতে সন্তান প্র’সবের পরপরই পু’লিশের নজরে আসতেই নিয়ে যাওয়া হয় মেডিকেলে। শেষ পর্যন্ত পরিবারহীন এই মা ও শি’শু সন্তানের দায়িত্ব নেয় পু’লিশ।

বন্দর থা’না সহকারী উপপরিদর্শক (এসআই) আমান উল্লাহ জা’নান, বৃহস্পতিবার (৪ মা’র্চ) বন্দর এলাকায় ফুটপাতে সন্তান প্র’সবের পর একটি চি’ৎকার দিয়েই অ’জ্ঞান হয়ে প’ড়েছিলেন অ’প্রকৃতিস্থ মা’নসিক ভা’রসাম্যহীন এক প্রসূতি মা। আর এই চি’ৎকার শুনে টহল পু’লিশ তাকে উ’দ্ধার করে আগ্রাবাদ মা ও শি’শু হাসপাতা’লে নিয়ে আসা হয়।

পু’লিশের দ্রুত ব্যব’স্থায় মেডিকেলে নিয়ে আসা এবং চিকি’ৎসকদের কা’র্যকর চিকিৎ’সায় প্রসূতি মা ও তার শি’শু সন্তান দুজনই বর্তমানে সু’স্থ রয়েছে। তবে জটিলতা সৃষ্টি হচ্ছে অ’প্রকৃতিস্থ মায়ের কারণে। ফলে হাসপাতা’লের নার্সদেরকেই এখন শি’শুকে তদারকি ক’রতে হচ্ছে।

আগ্রাবাদ মা ও শি’শু হাসপাতা’লের গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাসমীর সুলতানা বলেন, ‘বাচ্চা প্র’সবের পর উনাকে এখানে আনা হয়। আম’রা তাদের তদারকি করছি। এখন বাচ্চা ও মা দুজনই ভালো আছেন।’

বন্দর থা’না পু’লিশের পরিদর্শক গাজী মো. ফৌজুল আজিম বলেন, বাচ্চা এবং বাচ্চার মাকে সুচিকিৎ’সার দেয়ার জন্য আমাদের পু’লিশ কমি’শনার নির্দে’শ দিয়েছেন। আম’রা বাচ্চা ও মায়ের সকল দায়-দায়িত্ব নিয়েছি।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের পু’লিশ সদস্যরা তিনজন অ’প্রকৃতিস্থ প্রসূতি মাকে প্র’সবের পর হাসপাতা’লে নেয়ার পাশাপাশি অ’ন্তত ৬টি শি’শুকে বিভিন্ন স্থান থেকে উ’দ্ধার করে চিকিৎ’সা দিয়ে সু’স্থ করে তুলেছে।