কুয়েতের দিনারকে ব্যঙ্গ করে ‘অশ্লী’ল নাচে’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া সেই চার প্রবাসী বাংলাদেশিকে গ্রে’ফতার করেছে দেশটির আ’ইন-শৃ’ঙ্খলা বা’হিনী।শুক্রবার কুয়েতে নিযু’ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এ খবরের সত্যতা নি’শ্চিত করলেও গ্রে’ফতারদের পরিচয় জা’নাননি।
স্থা’নীয় দৈনিক আল-রাইকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কুয়েতের আ’ইনে ওই চার বাংলাদেশি মু’ক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস তাদের কুয়েত থেকে দেশে চলে যেতে বাধ্য করবে। তাদের অ’প্রত্যাশিত ও নিন্দনীয় ক’র্মকা’ণ্ডের ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
তবে এই অনাকাঙ্ক্ষিত ঘ’টনার ফলে কুয়েতের স’ঙ্গে বাংলাদেশের স’ম্পর্ক দ্বিপক্ষীয় স’ম্পর্কে কোনো নেতিবাচক প্র’ভাব পড়বে না বলে মনে করছেন রাষ্ট্রদূত মোহাম্ম’দ আশিকুজ্জামান।
গত বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বি’জ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চায়। বি’জ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই চার বাংলাদেশির বি’রুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অ’ভিযোগ আনা হয়।