প্রতিদিনের মতো সকালে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন চট্টগ্রামের বন্দর থা’নার এএসআই মো. আমান। হ’ঠাৎ এক শি’শুর কা’ন্নার আওয়াজ শুনতে পেয়ে চোখ যায় ফুটপাতের দিকে। দে’খতে পেলেন প্র’সব বে’দনায় ছটফট করছেন এক নারী।
কেউ এগিয়ে না গেলেও তৎক্ষনাৎ দেড়ি না করে সদ্য ভূমিষ্ট শি’শু ও তার মাকে উ’দ্ধার করে আগ্রাবাদ মা ও শি’শু হাসপাতা’লে ভর্তি করান ওই পু’লিশ সদস্য। বৃহস্পতিবার (৪ মা’র্চ) সকাল পৌনে আটটার দিকে বন্দর থা’নার বিপরীতে রাস্তার পাশের ফুটপাত থেকে ওই মা-শি’শুকে উ’দ্ধার করা হয়।
বর্তমানে ওই শি’শুটি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শি’শু হাসপাতা’লে ভর্তি রয়েছেন। মা ও শি’শু দুজনেই সু’স্থ রয়েছেন। সন্তান জ’ন্ম দেয়া ওই নারীর পরিচয় জা’না যায়নি। সে মা’নসিক ভা’রসাম্যহীন বলে জা’নিয়েছে পু’লিশ।
বন্দর থা’নার এএসআই আমান বলেন, ‘সকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে শি’শুর কা’ন্নার আওয়াজ শুনতে পাই। ফুটপাতে তাকাতেই দেখি এক নারী প্র’সব বে’দনায় চি’ৎকার করছেন। তৎক্ষনাৎ আমি থা’নার ঊর্ধ্বতন ক’র্তৃপক্ষের সাথে কথা বলে মা ও শি’শুকে গাড়িতে তুলে হাসপাতা’লে ছুটে যাই। পরবর্তীতে সেখানে শি’শুটির চিকিৎ’সা হয়।
তিনি বলেন, ‘ওই নারী মা’নসিক ভা’রসাম্যহীন। ডাক্তাররা জা’নিয়েছেন মা ও শি’শু বর্তমানে সু’স্থ আছেন। এদিকে ওই নারীর পরিচয় জানতে আম’রা ইতোমধ্যে কাজ শুরু করেছি।’