ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ (চিকন বাবু) বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন রুহিয়া উপজেলা বাস্তবায়নের লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
গতকাল বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় রুহিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগের পরিচিতি ও বর্ধিত সভায় আবু সাঈদ (চিকন বাবু) এসব কথা বলেন।
চিকন বাবু বলেন, নৌকা হিন্দুদের মার্কা। একজন হিন্দুর আরবি থেকে বাংলায় অনুবাদ করা কোরআন তেলাওয়াত করা যাবে অথচ নৌকায় ভোট দেওয়া যাবে না। এটা হতে পারে না। এমপি হিন্দু হওয়া সত্বেও মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে চিকন বাবু আরও বলেন, কোমরে জোর নেই অথচ বড় বড় লেকচার। বুকের পাটা থাকলে একটা মি’ছিল করে দেখান। রুহিয়ায় কোন মি’ছিল করতে দেওয়া হবে না।
রেজেকুল ইসলামের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম। রুহিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ জব্বার, মকবুল হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।