তালাকনামা ছাড়া অন্যের স্ত্রী’কে বিয়ে করার অ’ভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা’র বি’রুদ্ধে মা’মলা দায়ের করেছেন সাবেক স্বামী মো. রাকিব হাসান। মা’মলায় তামিমা’র মাকে আ’সামি করার কথা থাকলেও, তাকে আ’সামি করেননি তিনি।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্ম’দ জসীমের আ’দালতে তামিমা’র আরেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মা’মলা করেন। আ’দালত বাদীর জবানব’ন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মা’মলা’টি পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ত’দন্তের নির্দেশ দেন।
রাকিব বলেন, আমি প্রতিকার চেয়ে নাসির-তামিমা’র বি’রুদ্ধে মা’মলা করেছি। মা’মলায় তামিমা’র মাকেও আ’সামি করতাম। মানবিক দৃষ্টিকোণ থেকে তামিমা’র মাকে আ’সামি করিনি। হাজার হলেও আমি তাকে মা বলে ডেকেছি।
অ’ভিযোগে বলা হয়, নাসির-তামিমা’র অ’নৈতিক ও অ’বৈধ স’ম্পর্কের কারণে বাদী ও তার শি’শুকন্যা মা’রাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আ’সামিদের কার্যকলাপে বাদীর চরমভাবে মানহানি হয়েছে, যা বাদীর জন্য অ’পূরণীয় ক্ষতি হয়েছে।তবে, মা’মলায় অ’ভিযোগ আনা হয়েছে দ’ণ্ডবিধি ৪৯৪/৪৯৭/৪৯৮ ও ৫০০ ধারায়। এ ধারাগুলোর সর্বোচ্চ শা’স্তি সাত বছরের কারাদ’ণ্ড।