বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মিকে সংসারে ফেরত নিতে চান না তার আরেক স্বামী রাকিব হাসান। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জা’নিয়েছেন।
স্ত্রীকে আর ফেরত নিতে চান না জা’নিয়ে রাকিব বলেন, ‘আমি এরইমধ্যে থা’নায় জিডি করেছি। তামিমাকে আমি আর ফেরত নিতে চাই না। তবে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা ও না জা’নিয়ে বিয়ে করায় স্ত্রীর বি’রুদ্ধে আ’ইনগত ব্যব’স্থা নেব। তবে আপাতত নাসিরের বি’রুদ্ধে আমি কোনো ধ’রনের আ’ইনি পদক্ষে’প নিচ্ছি না।’
উল্লেখ্য, এ বিষয়ে আ’ইনগত পদক্ষে’প নিচ্ছেন তামিমা’র সাবেক স্বামী রাকিব হাসান। তিনি জা’নান, বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থা’নায় একটি জিডি ক’রেছেন। উত্তরা পশ্চিম থা’নার ভারপ্রাপ্ত ক’র্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নি’শ্চিত ক’রেছেন।
জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, সংসারজীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালংকার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলংকার চাইলে বিবাদী আমাকে ক্ষ’তি করবে বলে হু’মকি দিয়েছেন। আপাতত কোনো মা’মলা করবেন না বলে উল্লেখ ক’রেছেন তিনি।
রাকিব হাসান ও তামিমা’র কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দা’বি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সব ক্ষেত্রেই তিনি সাহায্য ক’রেছেন।
এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার স’ঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফোন ব’ন্ধ পাওয়া গেছে।
তবে পু’লিশে জিডি, সামাজিক যোগাযোগমাধ্যমে চলা স’মালোচনা আর বিভিন্ন গণমাধ্যমে প্র’কাশিত সংবাদকে পাত্তা না দিয়ে গুলশানের লেকশোর হোটেলে শনিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো নাসির তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা। এই সংবর্ধনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অনেকে।