বিয়ে বাড়িতে মা’স্কের ওপর নথ, বের হলো নতুন স্টাইল

বিয়ে মানেই একটা সাজ সাজ কনে। শুধু বড়-কনেই নয়, আত্মীয়স্বজনসহ অভ্যাগতরা তো বটেই, পুরো বাড়িই সেজে ওঠে বৈচিত্র্যময় সাজে। না হলে বিয়েবাড়ি ঠিক জমে না।

কিন্তু এই সময় বাড়িঘর সাজানো দূরের কথা কনে বা তার আত্মীয় স্বজনরাই ঠিক মতো সাজতে পারে না। কারণ এই ম’হামা’রির জন্য পরতে হয় মা’স্ক।

মা’স্ক পরলে সব সাজ ন’ষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু সাজ আছে যা মা’স্ক পরে সাজাও যায় না। যেমন মা’স্কে’র উপর নথ পরা যায় না। কিন্তু মনেও চায় এবং আবার কেউ কেউ মনে করেন নথ বিবাহিত নারীদের জন্য শুভ। তাই

এই কথা মাথায় রেখে নতুন স্টাইলে মা’স্ক পরলেন কবিতা যোশী নামে এই নারী। শুধু কবিতা যোশী নয়। তার সঙ্গে কনে, কনের মা, মামি আরো অনেকে পরেছেন মা’স্কের উপর নথ। আর এই ঘটনাটি দেখে অনেকেই ছবি তুলেছেন। তারই একটি ছবি ভা’ইরা’ল হয়েছে ইন্টারনেটে।

ছবিটিতে দেখা যায়, মধ্যবয়সী একজন নারী মা’স্কের উপর বিশাল নথ পরে আছে। আর এই কাণ্ডটি করেছে ভারতের কবিতা যোশী। তিনি মা’স্কের উপর নথ পরার সুবিধা নিয়েও কথা বলেছেন। কবিতা বলেছেন, নাকের চেয়ে মা’স্কের ওপর নথ পরা আরও সহজ এবং স্ব’স্তির। খাবার ও পানি পানের সময় কোনো ঝামে’লা হয় না।

কবিতা আরো জানান, আমার ভাইঝির বিয়ে ছিল। আমি তার বড় মামি। পারিবারিকভাবে আমরা খুবই ঘনি’ষ্ঠ। ক’রো’নায় স্বাস্থ্যবিধি মা’নার পাশাপাশি আমরা সাজে ঐতিহ্যটাও ধরে রাখতে চেয়েছি। আমি ঠিকঠাকভাবে বিয়েতে যাওয়ার চেষ্টা করেছি। এখানে কাউকে দেখানোর কিছু নেই।

নথ বিবাহিত নারীদের জন্য খুবই শুভ হিসেবে বিবেচনা করা হয়। মা’স্কের নিচে নথ পরলে ব্য’থা লাগতো। তাই পিন দিয়ে আমি সেটা মা’স্কের ওপর পরেছি।