তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক স্বামী মো. রাকিব হাসান। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার খবরটি প্রকাশ্যে আসতে না আসতেই লাইভে হাজির নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। সেখানে দু’জনেই দাবি করেন, তাদের বিয়ের আগে তাম্মির বিয়ে ও এক সন্তান থাকা ছাড়া বাকি সব অভিযোগই মিথ্যে। নাসিরের বিয়ে নিয়ে সমালোচনা যখন জমজমাট তখন অন্যদিক থেকে এখানে নতুন মাত্রা দিলেন নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ।
নাসির-তামিমা লাইভে আসার পর তিনি সেই লাইভ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন। ক্যাপশনে নাসিরের স্ত্রী তাম্মিকে ব্যাঙ্গ করে সুবাহ লিখেছেন, ‘চরম লজ্জাশীল মহীলা তামিমা খালাম্মা।’ উল্লেখ্য, সে প্রেক্ষিতেই তামিমাকে উদ্দেশ্য করে ওই ক্যাপশন দেন সুবাহ।