আরিচা ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে কালীদাস হলদার নামে এক জে’লের জালে ধ’রা পড়েছে ১৪ কেজি ওজনের একটি রুই ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের একটি আইড় মাছ।
বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ওই জে’লের মাছ দুটি কিনে নেন। এ সময় ১৪ কেজি ওজনের রুই মাছটি ২৫০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকা ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের আইড় মাছটি ১৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় কিনে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পাবনার কালীদাস হলদারের কাছ থেকে ১৪ কেজি ওজনের একটি রুই ৩৫ হাজার ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের একটি আইড় ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকায় কিনেছেন। এখন একটু সামান্য লাভে মাছ দুটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছ দুটি বিক্রি হয়ে যাবে।