গুগল ম্যাপে বান্দরবানের পাহাড়ে আল্লাহ্‌ লেখা!

গুগল ম্যাপে বান্দরবানের পাহাড়ে দেখা যাচ্ছে আল্লাহ্‌ লেখা! গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে দেখলে দেখা যাচ্ছে বান্দরবান জে’লায় অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত নাফাকুম থেকে প্রায় ৩

কিলোমিটার দূ’রে অবস্থিত একটি জায়গায় আল্লাহ্‌ আদলে লেখা।

একটু জুম ইন করলে দেখা যায় ছোট ছোট পাহাড়ের খাঁজে’র মাধ্যমে সৃষ্ট সাদা অংশটিই আল্লাহ্‌ লেখার আদলে ভেসে উঠেছে।

ইতিমধ্যেই এই ছবিগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ আলোচনার জ’ন্ম দিয়েছে। তবে জায়গাটি কি মানুষের হাতে তৈরি নাকি প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে তা নি’শ্চিত করা যায় নি।

আরো পরুন

অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গে’লেন জাতীয় পার্টির (জাপা) খুলনা সিটি ক’র্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত এস এম মুশফিকুর রহমান (সজল)।

মুশফিকুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থা’নার আবাসিক এলাকার ৩নং রোডের ৩১৫নং বাড়ির বাসিন্দা মৃ’তঃ আতিয়ার রহমানের ছেলে।জা’না গেছে, গত ৮ অক্টোবর গোলাম সরোয়ার বাপ্পী নামের একজন তার স্ত্রী হুমায়রা

আহমেদ জিনিয়াকে ভাগিয়ে নেওয়ার অ’ভিযোগে মুশফিকুর রহমানের বি’রুদ্ধে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মা’মলা দা’য়ের করেন। আদালত মা’মলাটি’ আমলে নিয়ে’ গ্রে’ফতারি পরোয়ানা ‘জা’রি করলে তার পর থেকে মুশফিক আ’ত্মগো’পনে রয়েছেন।

মা’মলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি মুশফিক বাদীর স্ত্রী জিনিয়ার পূর্বপরিচিত। এ জন্য মুশফিক প্রায় তাদের বাসায় যাতায়াত করতো। এ সুযোগে মুশফিক তার স্ত্রীর সাথে অনৈতিক স’স্পর্ক গড়ে তোলে।

তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট বিকেল ৩টায় তার স্ত্রী বাদীর নিজ বা থেকেশ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে মুশফিকের হাত ধ’রে চলে যায়।এদিকে পলাতক মুশফিক মা’মলার বাদী বপ্পীকে মা’মলা প্রত্যাহারের জন্য হু’মকি

দিচ্ছেন বলেও জা’না গেছে এবং গত ২৯ আগস্ট মুশফিক ও তার লোকজন বাপ্পীকে মা’র’ধ’র করে হ’ত্যার চেষ্টা করেন বলে খুলনার পু’লিশ কমি’শনারের কাছে অ’ভিযোগ করেন বাপ্পী।

ঘ’টনার সত্যতা স্বী’কার করে খুলনার সোনাডাঙ্গা থা’নার ভারপ্রাপ্ত ক’র্মকর্তা (ওসি) মমতাজুল হক জা’নান, মুশফিকুর রহমানের নামে তার থা’নায় বরিশাল আদালতের গ্রে’ফতারি পরোয়ানার একটি কপি এসেছে। তাকে পু’লিশ খুঁ’জছে। তবে খোঁ’জ নিয়ে জা’না গেছে মুশফিক এখন ঢাকায় অব’স্থান করছেন।