মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টি’কার সন্ধান পেয়েছে পৃথিবীর মা’নুষ। এরইমধ্যে টি’কা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টি’কা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টি’কা।
টি’কা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। এবার টি’কা নিলেন ‘নগর বাউল’খ্যাত রকস্টার জেমস।বুধবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে তিনি টি’কা নেন। এ খবর নিশ্চিত করেছেন গায়কের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টি’কা’ নিয়েছেন জেমস। শুরু থেকেই তিনি টি’কা নেওয়ার বিষয়ে পজিটিভ ছিলেন। প্রথম দিনই এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন জেমস। সুযোগ পেলেন আজ।’
“টি’কা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অন্যদেরও তিনি টি’কা নিতে উৎসাহিত করছেন।”এর আগে দেশের অভিনয়শিল্পীদের মধ্যে সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর টি’কা নিয়েছেন; তারা সংসদ সদস্য হিসেবে টি’কা নিয়েছেন।