রাতে বারবার পিপাসা লাগলে যেসব মা’রাত্মক অসুখ হতে পরে

আপনি ঘুমোনোর আগে যতই পানি খেয়ে নেন, মাঝ রাতে ঠিক গলা শুকিয়ে যায়। বারবার উঠে পানি খেতে গিয়ে মাঝখান থেকে ঘুমটাই মাটি! রোজই যদি এমন হতে থাকে, তা হলে কিন্তু সা’বধান। তাহলে বুঝতে মা’রাত্মক অ’সুখ আপনার জন্য অ’পেক্ষা করছে।

*চিকি’ৎসকদের মতে, ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়া বিভিন্ন বড় রো’গের প্রাথমিক লক্ষণ হতে পারে। যেমন ডিহাইড্রেশন । শ’রীরে যখন পানির মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শি’শুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন কিন্তু মৃ’ত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পে’ট খা’রাপ ইত্যাদির জে’রেও ডিহাইড্রেশন হতে পারে।

*ডায়াবেটিসের একটি অন্যতম উ’পসর্গ গলা শুকিয়ে যাওয়া। অ’তিরিক্ত পরিমাণে মূত্রের জে’রে শ’রীরে পানির সমতা থাকে না। ফলে গলা শুকোয়।

*সেপসিস-এর মতো ভ’য়ানক রো’গেরও উ’পসর্গ এটি। বিভিন্ন ধ’রনের জী’বাণু থেকে শ’রীরে ইনফেকশনের ফলে এমন প্র’ভাব প’ড়ে যে গলা প্রায় শুকিয়ে যায়। *হার্ট, কিডনি অথবা লিভা’র তার কার্যক্ষ’মতা হারাতে শুরু করলেও গলা প্রায় শুকিয়ে যায়।

*যারা অবসাদে ভো’গেন তাদের মধ্যে এই প্র’বণতা দেখা যায়। পাশাপাশি, উচ্চ র’ক্তচা’পে ভুগলে তাদের অ’তিরিক্ত ঘাম হওয়ায় শ’রীরে জলের মাত্রা ঠিক থাকে না। ফলে গলা শুকিয়ে যায়।

*অ’তিরিক্ত তেল-মশলা যু’ক্ত খাবার খেলে বার বার গলা শুকোয়। সর্দি হলে বা নাক ব’ন্ধ থাকলে মুখ দিয়ে নিশ্বা’স নেওয়ার প্র’বণতা দেখা যায়। ফলে সহ’জেই মুখের ভি’তর শুকিয়ে যায়। এ ছাড়া অ’তিরিক্ত ম’দ্যপান যারা করেন তাদেরও বেশি মাত্রায় পানির তেষ্টা পায়। অ্যালকোহল শ’রীরকে শুষ্ক করে তোলে ও পানির চাহি’দা তৈরি করে।