জে’নে নিন, করো’না ভা’ই’রা’সে’র টিকা নিতে আজ থেকে এসএমএস পাবেন যারা !

সারা বিশ্ব দেখেছে এই ম’হামা’রি । অবশেষে সকল বাদা পেরিয়ে আবিষ্কার হয়েছে টিকা যা আমাদের দেশেও এর বি’স্তার হয়েছে । দেশব্যাপী করো’না ভা’ই’রা’সে’র টিকা দেওয়া শুরু শুরু হবে আগামীকাল রবিবার থেকে। টিকা পেতে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করেন ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

যারা এই রেজিস্ট্রেশন ক’রেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জা’নিয়ে দেবে স্বা’স্থ্য অধিদফতর।

গণমাধ্যমকে এ তথ্য নি’শ্চিত ক’রেছেন স্বা’স্থ্য অধিদপ্তরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।’

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্য দেশের ৬৪ জে’লায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজে’নেকার করো’না ভা’ই’রা’সে’র টিকা।