কেউ কাউকে বয়কট ক’রতে পারে না: জায়েদ খান

ঢাকাই সিনেমা’র পরিচিত চিত্রনায়ক জায়েদ খান। ২০০৮ সালে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর অভিনয় ক’রেছেন মাত্র ১৭টি সিনেমায়। অভিনেতার তিনি একজন প্রযোজকও। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পা’লন করছেন।

গত বছর শেষের দিকে ফিল্মপাড়ায় বেশ আলোচনায় ছিলেন জায়েদ খান। মূলত প্রযোজক সমিতির স’ঙ্গে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল আর বির্তকের কারণে তাকে নিয়ে বেশ আলোচনা-স’মালোচনা হয়েছে। দেশীয় এক গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জায়েদ খান।

আলোচিত জায়েদ খান কি ইন্ডাস্ট্রি থেকে বি’চ্ছিন্ন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বি’চ্ছিন্ন না। নিয়মিতই এফডিসিতে যাচ্ছি। এখন একটু কম যাচ্ছি, কয়েক দিন আগে বাবা মা’রা গে’লেন। তাই মনটাও খুব ভালো নেই। আর বয়কট শব্দটি কোথায় থেকে আসে। কেউ কাউকে বয়কট ক’রতে পারে না। তা ছাড়া আমি তো ১৮ সংগঠন দে’খতেই পাই না। কিছু আছে আমা’র সহযোগী সংগঠন। আর মূল যে প্রযোজক সমিতি, সেটা কী আদৌ আছে!

বিভিন্ন সংগঠনের একাধিক নেতার স’ঙ্গে বিবাদে জড়িয়েছেন জায়েদ খান। এর কারণ প্রস’ঙ্গে তিনি বলেন, যারা চলচ্চিত্রের বি’রুদ্ধে কাজ করবে তাদের স’ঙ্গে তো মতবিরো’ধ থাকবেই। এটা ব্য’ক্তি জায়েদ খানের দ্বন্দ্ব না, শিল্পীদের প্রতিনিধির দ্বন্দ্ব। আমি যখনই শিল্পীদের স্বার্থ র’ক্ষা ক’রতে গেছি তখনই এই দ্বন্দ্ব শুরু হয়েছে।

জায়েদ খান অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’। ২০০৮ সালে মু’ক্তি পেয়েছিল এটি। সর্বশেষ ২০১৯ সালে ‘প্র’তিশোধের আ’গুন’ সিনেমায় দেখা গিয়েছিল এ অভিনেতাকে। গত বছর একটি সিনেমায় অভিনয়ের ঘো’ষণা দিয়েছিলেন জায়েদ খান। এফডিসিতে মহরতও করেছিলেন তিনি।