গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের তাজিন!

এ বছর মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা তাজিন শাদিদ। তিনিই প্রথম কোনো বাংলাদেশি যিনি মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি জয় করলেন। সামাজিক উন্নয়ন খাতে অসামান্য অবদান এবং অ’ঙ্গীকারের জন্য তাজিনকে এ বছর ‘গ্লোবাল হিরো’ পুরস্কার প্রদান করা হয়।

তাজিন শাদিদ বর্তমানে বাংলাদেশ ভিত্তিক সামাজিক উদ্যো’গ ‘স্পৃহা বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে ক’র্মরত আছেন। এর আগে হিউম্যান সেন্টারড ডিজাইন প্র্যাকটিশনার হিসেবে প্রায় ২০ বছর এবং মাইক্রোসফ্ট সদর দফতরে সিনিয়র ডিজাইন স্ট্র্যাটেজিস্ট পদে ১০ বছর কাজ ক’রেছেন তিনি। ২০১৫ সালে মাইক্রোসফ্ট থেকে বিদা’য় নিয়ে নিজ দেশে চলে আসেন এবং স্পৃহা বাংলাদেশের কাজে সার্বক্ষণিক নিযুক্ত হন।

উদ্ভাবনের সংস্কৃতি দ্বারা অনুপ্রা’ণিত তাজিন সবার জন্য সীমাহীন সুযোগ লালনকারী বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কো’ভিড-১৯ মো’কাবিলায় ‘আমা’র ল্যাব’, ‘নিওফার্মা’র্স’, ‘স্পাইডার ডিজিটাল’, ‘চলো সবাই’ ও ‘দ্রুত সেবা’সহ আরো বেশ কয়েকটি প্রযু’ক্তিভিত্তিক স্টার্টআপসের সহ-প্রতিষ্ঠাতা তাজিন।

২০১১ সালে এই পুরস্কারটি প্রবর্তন করে ‘গ্লোবাল ওয়াশিংটন’। এরপর থেকে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়াশিংটন অ’ঙ্গরাজ্যে বিশ্ব উন্নয়ন সম্প্রদা’য়ের মধ্যে থাকা ব্য’ক্তিদের এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

এ বছর তাজিন শাদিদ পুরস্কার লাভ ক’রেছেন। এর আগে নয় জন এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস সিনিয়র; মাইক্রোসফ্ট-এর সাবেক সিনিয়র পরিচালক আখতার বাদশা, ঘানার অ্যাশেসি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্যাট্রিক আউয়াহ এবং দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রকল্পের প্রতিষ্ঠাতা বিল নিউকোম।