শুরুতেই হোঁচট খেল দেব!

টলিউড সুপারস্টার দেব। ওপার বাংলার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে তিনি। দেবের পুরো নাম দীপক অধিকারী। ডাক নাম রাজু। ২০০৬ সালে বড়পর্দায় অভিষেক ঘটে দেবের। প্রবীর নন্দী পরিচালিত ‘অগ্নি শপথ’ সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে দেখা যায় তাকে।

এরপর দেব অভিনয় করেছেন অর্ধশতাধিক বাংলা সিনেমায়। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে সুপারস্টার তকমা পেয়েছেন দেব। ব্যবসা সফল এ সিনেমাগুলো ঘুরিয়ে দিয়েছে দেবের ক্যারিয়ার।

পশ্চিমবঙ্গের প্রথম সারির সব প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার পর দেব এবার নিজেই প্রযোজক বনে গেছেন। প্রতিষ্ঠা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। নির্মাণ করেছেন সাতটি সিনেমা।

বাংলাদেশের সিনেমায় কাজের ইচ্ছা ছিল দেবের। ২০১৯ সালে নভেম্বর তৃতীয়বারের মতো বাংলাদেশে আসেন তিনি। ‘পাসওয়ার্ড’ সিনেমার মুক্তি উপলক্ষে এসেছিলেন সেবার। ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়, শাপলা মিডিয়ার নতুন সিনেমায় অভিনয় করবেন দেব। সিনেমার নাম জানানো হয় ‘মিশন সিক্সটিন’। সে সময় ক্যাসিনো কান্ডে নড়বড়ে ছিল ফিল্ম পাড়ার অবস্থা। ফলে শঙ্কা দেখা দিয়েছিল দেবের বাংলাদেশ অভিষেক নিয়ে।

এক বছর সময় নিয়ে শেষ হয়েছে দেবের সেই সিনেমার কাজ। নাম বদলে রাখা হয়ে ‘কমান্ডো’। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। কলকাতায় সেট ফেলে সম্পন্ন হয়েছে সিনেমার চিত্রায়ণ। ২৫ ডিসেম্বর সুপারস্টারের জন্মদিন উপলক্ষে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল সিনেমার টিজার।

প্রকাশের পর আলোচনা শুরু হয় ‘কমান্ডো’ সিনেমাকে নিয়ে। নেট দুনিয়ায় তুমুল বিতর্ক তৈরি করে সিনেমাটি। অভিযোগ তোলা হয়- ইসলাম ধর্ম অবমাননার। তবে পরিচালক, প্রযোজকের পক্ষ থেকে বিষয়টিকে ভুল বোঝা হয়েছে বলে জানানো হয়। তবুও থামছিল না বিতর্ক। বাধ্য হয়ে ২৮ ডিসেম্বর রাতে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে টিজারটি। সরানোর আগে টিজারটিতে ১৭ হাজার লাইক এবং ১৪ হাজার ডিসলাইক দেখা গিয়েছিল।

প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, সম্পাদনা করে নতুনভাবে টিজার প্রকাশ করবেন না। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী ছিলেন দেব। শুরুতেই হোঁচট খাবেন তিনি সেটি ভাবতে পারেননি। ফলে চিন্তার ভাঁজ পড়েছে এ নায়কের কপালেও। শুরুতে দেবের হোঁচট খাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে ফিল্মপাড়াতেও। কেউ কেউ বলছেন, হাইপ তোলার জন্য এমন টিজার তৈরি করেছে ‘কমান্ডো’ টিম। আবার কেউ মনে করছেন এ সিনেমায় এমন দৃশ্য থাকলে আটকে যাবে সেন্সরে।

বাংলাদেশের আলোচিত সিরিজ বোমা হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এ সিনেমার গল্প তৈরি করা হয়েছে। এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। এদিকে, সিনেমার পুরো কাজ এখনও শেষ হয়নি। ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি অংশের কাজ বাংলাদেশে হওয়ার কথা রয়েছে। কিন্তু ভিসা জটিলতায় এপারে আসতে পারছেন না দেব। ফলে বাধ্য হয়ে সময় বাড়ছে।

২০২১ সালে ঈদুল আজহার মুক্তি কথা রয়েছে ‘কমান্ডো’ সিনেমাটির। তার আগে পুরো সিনেমার কাজ শেষ করে সেন্সরে জমা দিতে হবে। প্রিভিউ কমিটি ছাড়পত্র দিলেই পর্দায় দেখা মিলবে দেব এবং তার সহযোগিদের। কিন্তু যদি আটকে যায় তাহলে কাঙ্খিত অভিষেক হবে না দেবের। তবে বিদেশি এ অভিনেতার বাংলাদেশ অভিষেক কেমন হবে সেটি জানতে হলে আলোচক-সমালোচক এবং দেব ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।