এমপি শিউলি আজাদকে বর্জনের ডাক বীর মুক্তিযো;দ্ধাদের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে বর্জনের ডাক দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বীর মুক্তিযো;দ্ধারা।

মুক্তিযো;দ্ধাদের অবমূল্যায়ন ও মুক্তিযো;দ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে এমপি শিউলি অমুক্তিযো;দ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি তাহের উদ্দিন ঠাকুরের আত্মীয়ের নাম প্রস্তাব করেছেন বলে অভি;যো;গ করেছেন বীর মুক্তি;যোদ্ধরা। এজন্য সংসদ সদস্য শিউলি আজাদের কোনো অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত ৮ জানুয়ারি একটি অনুষ্ঠানে না আসায় এমপি শিউলিকে বর্জনের ঘোষণা দেন সরাইল উপজেলার বীর মুক্তিযো;দ্ধারা।

জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুলের সঙ্গে মতবিনিময় করেন বীর মুক্তিযো;দ্ধারা। সভায় নতুন করে মুক্তিযো;দ্ধা যাচাই-বাচাই প্রক্রিয়ার বিরোধিতা করা হয়।

সরাইল উপজেলা মুক্তিযো;দ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযো;দ্ধা এম এ মোতালেব, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

নাজমুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রাশেদ, উপজেলা মুক্তিযো;দ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।

বীর মুক্তিযো;দ্ধা ইসমত আলী বলেন, ‘সংসদ সদস্য শিউলী আজাদ নানাভাবে বীর মুক্তিযো;দ্ধাদের অবমূল্যায়ন করে যাচ্ছেন। তাই আমরা তার সব অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। তার কোনো অনুষ্ঠানেই আমরা আর যাব না।’

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শিউলি আজাদ বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিছু বীর মুক্তিযো;দ্ধা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।’