বিয়ের আসরেই বিচ্ছেদ দম্পতির

কনে বিদায়কালে উপহার ভাগাভাগি নিয়ে ঝ’গড়ায় বিচ্ছেদ হয়ে গেছে নব দম্পতির। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে রাজশাহীর বাগমা’রায় এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দুপুরে উপজে’লার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর (২৮) সঙ্গে উপজে’লার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের (২৩) বিয়ে হয়।

একলাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করেন নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী। আবার রাতেই দুপক্ষের সমঝোতায় বর-কনের বিচ্ছেদ হয়।

এলাকাবাসী জানিয়েছেন, কনে বিদায়কালে উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য হয়। পরে নিয়ে দুপক্ষের মধ্যে এ নিয়ে ঝ’গড়া বেধে যায়। রাতে বি’ষয়টি থানায় গড়ায়।

কনেপক্ষের অ’ভিযোগ, উপহারসামগ্রী নিয়ে বরপক্ষ বাড়াবাড়ি করেছে। তারা চেয়েছিলেন সংসারটা হোক। কিন্তু বরপক্ষের কারণে তা হয়নি।তবে অ’ভিযোগের বি’ষয়ে জানতে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি।

বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, ‘উভ’য়পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। কেউ কাউকে ছাড় না দেয়ায় এই ঘটনা ঘটেছে।;

নিকাহ রেজিস্ট্রার আক্কাছ বলেন, ‘দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। কিন্তু বর ও কনেপক্ষের মনোমালিন্যের কারণে বিয়ে বিচ্ছেদ ঘটেছে। বিচ্ছেদও হয়েছে দুই পক্ষের সম্মতিতে।’

জানতে চাইলে বাগমা’রা থানার পরিদর্শক (ত’দন্ত) আফজাল হোসেন বলেন, ‘উভ’য়পক্ষের সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ নিয়ে কেউ অ’ভিযোগ করেনি। অ’ভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেবে পু;লিশ।’