চলতি বছরের ১০ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানান।
জানা গেছে, ভারতে লোকসভার স্পিকারই সংসদ ভবনের তত্ত্বাবধায়ক। নতুন সংসদ ভবনের ‘ভূমিপূজা’-র জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ফিরে এসে বিড়লা বলেন, ঠিক করা হয়েছে ১০ ডিসেম্বর দুপুর ১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
প্রধানমন্ত্রী ভূমিপূজা করলে অনুষ্ঠান শুরু হবে। ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রায় পাঁচশ ৬০ ফুট ব্যাসের বৃত্তাকার সংসদ ভবন থেকে যাবে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে। আর তার পাশেই নতুন করে ত্রিভুজাকৃতির সংসদ ভবন তৈরি হবে প্রায় ৬৪ হাজার পাঁচশ বর্গমিটার জায়গার ওপর। এতে খরচ হবে ৯৭১ কোটি টাকা।
করোনাভাইরাস মহামারি মোকাবিলা, অর্থনীতির সঙ্কটের মধ্যে নতুন সংসদ ভবন নির্মাণে অর্থ ব্যয় করায় প্রশ্ন তুলেন সোনিয়া গান্ধীসহ বিরোধী শিবিরের একাধিক নেতানেত্রী।
বিড়লা বলেন, নতুন সংসদ ভবন তৈরিতে সরাসরি দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে নয় হাজার মানুষের কর্মসংস্থান হবে।
স্পিকার বলেন, বর্তমান সংসদ ভবন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। দেশের মানুষের জন্য গর্বের বিষয় হলো, এই সংসদ ভবন দেশের মানুষের হাতেই তৈরি হবে। আত্মনির্ভর ভারতের প্রধান উদাহরণ হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এপি