কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রলিচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ওরফে নুরু মন্ডলের মৃ;ত্যু হয়েছে।
নিহত ইউপি চেয়ারম্যানের বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকায়। তিনি ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এলাকায় নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পু;লিশ জানায়, নুরু মন্ডল তার নিজ বাড়ি রায়গঞ্জ বাজার থেকে আন্ধারীঝাড় বাজারে মোটরসাইকেলে যাওয়ার পথে আন্ধারীঝাড় এলাকার আয়নাল মন্ডলের চাতাল সংলগ্ন এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করলে রাত ১০টার দিকে তার মৃ;ত্যু হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘ;টনার পর ঘাতক ট্রলিটি পালিয়ে গেছে। ট্রলিটির নামে থানায় একটি জিডি প্রক্রিয়াধীন রয়েছে।