পুড়ে গেছে ঘরের টিন তবুও চলছে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুনে পুড়ে গেছে ২০০ ঘর ও ৩৫টির বেশি দোকান। সোমবার রাতের আগুনটি ঘণ্টাখানেক স্থায়ী হলেও ছাই করে দিয়েছে সবকিছু।

মঙ্গলবার সকালে দেখা গেছে, পুড়ে যাওয়া বস্তিতেই হারিয়ে যাওয়া জিনিসগুলোর কিছু অক্ষত আছে কিনা তা খুঁজছেন ক্ষতিগ্রস্থরা। পোড়া জিনিসপত্র হাতড়াচ্ছেন। সবকিছু সরিয়ে দেখছেন।

দোকানদাররা মালামাল খুঁজছেন। এক মুদি দোকানি জানান, তিনি দোকান চালানোর পাশাপাশি চাল ভাঙাতেন। দোকানে ৫০টিরও বেশি চালের বস্তা ছিল। সব পুড়ে গেছে। তার সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ওখানে দোকানপাট সবই পুড়ে গেছে। তবে শেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্ত করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়।