প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে চকলেট বো;মা খেয়ে আ;;ত্মহ;ত্যার চেষ্টা করেছেন এক যুবক। অ;দ্ভুত এই পদ্ধতিতে আ;ত্মহ;ত্যা চেষ্টা করেছেন ভারতের মুম্বাইয়ে সচিন চৌহান।
মিড ডে ডটকম’র একটি প্রতিবেদন অনুসারে, গাড়িচালক ৫৫ বছর বয়স্ক সচীন মুম্বাইয়ের পূর্ব মালাড অঞ্চলের তিন সন্তানের জননী ও তার চেয়ে তিন বছরের বড় এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী তার মা ও সন্তানদের সঙ্গে সেখানে থাকতেন।
ওই নারীর মা সচীনকে তাদের বাড়িতে যেতে নি;ষেধ করেন। এ নিয়ে তাদের মাঝে ঝ;গড়া হলে প্রেমিকাকে ছু;রি;কাঘা;ত করে সচীন। তারপর নিজের মুখে বো;মা;পুরে ;আ;ত্ম;ত্যা;র চেষ্টা করেন।
স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই কু;পার হাসপাতালে ভর্তি করেন। দুজ;নের অব;স্থা;ই আ;শঙ্কা;জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।