বলিউডের অনেক সুপারহিট নায়কের বোনই সুন্দরী। নায়িকারাও তাদের কাছে হার মেনে যাবেন। এদের কেউ আবার বলিউডে আসতে চান, আবার কারও অভিনয়ে আগ্রহ নেই। এবার দেখুন এমনই কয়েকজন তারকার সুন্দরী বোনের ছবি।
কিয়ারা আডবাণী ও তার বোন ঈশিতা। কিছুদিন আগে এনগেজমেন্ট হয়েছে ঈশিতার।
জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি। দারুণ লম্বা খুশি এখন নিউ ইয়র্ক সিটিতে অভিনয়ের কোর্স করছেন।
কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্ডেল। এক সময়ের অসামান্য সুন্দরী রঙ্গোলির মুখ এক দুষ্কৃতী অ্যাসিডে পুড়িয়ে দেয়। অসংখ্য সার্জারির পর আগের চেহারার কিছুটা ফিরে পেয়েছেন তিনি।
দীপিকা পাড়ুকোনের বোন আনিশা। পেশাদার গলফ খেলোয়াড় আনিশা আন্তর্জাতিক সার্কিটে দেশের প্রতিনিধিত্ব করেন।
কার্তিক আরিয়ানের বোন কৃতিকা তিওয়ারি। পেশায় তিনি চিকিৎসক।
সোনম কাপুরের বোন রিয়া ফ্যাশন ডিজাইনার।
শিগগিরই বড় পর্দায় দেখা যাবে কৃতী শ্যাননের বোন নূপুরকে।
অর্জুন কাপুরের বোন অংশুলা।
সপরিবারে রণবীর সিংহ। রয়েছেন সুন্দরী বোন ঋতিকাও।