পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, সরকারবিরোধী আন্দোলনে দুই বিক্ষোভকারীর মৃ;ত্যুর পর রোববার (১৫ নভেম্বর) তিনি পদত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন ম্যানুয়েল মেরিনো। মাত্র পাঁচ দিন অফিস করেছেন তিনি। ম্যানুয়েল মেরিনোর পদত্যাগের দাবিতে বিক্ষোভের একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিক্ষোভ দমনে
চরমপন্থার অবলম্বন করেছিল দেশটির পুলিশ। তবে দুই বিক্ষোভকারী নিহত এবং আরও কয়েক ডজন আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মেরিনো।রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মেরিনো বলেন, ‘পুরো দেশকে জানাতে চাই যে, আমি পদত্যাগ করছি।’ নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেশবাসীর প্রতি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ম্যানুয়েল মেরিনো। এর আগে পূর্ববর্তী প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস।
ভিজকারার পদত্যাগের পর দায়িত্ব নিয়েই বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়েল মেরিনো। বিক্ষোভকারীদের দাবি, পার্লামেন্টারি
অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মেরিনো। ফলে তার পদত্যাগের দাবিতে রাজপথে নামেন তারা। শনিবার রাত
পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে একপর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে।