কলকাতার ডাক ফেরাতে পারি না’- পূজা উদ্বোধনের মঞ্চে সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ওপার বাংলায় গেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উদ্দেশ্য কলকাতার কাঁকুড়গাছির ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’র উদ্বোধন করা। পূজাটির আয়োজক তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল তাকে আমন্ত্রণ জানিয়েছেন।

এজন্য আজ বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’। পূজার আরও একদিন বকি (১৪ নভেম্বর) থাকলেও উদ্বোধন হলো আজই।

সাকিব অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই জনতার ভিড় উপচে পড়ে। ‘সাকিব’ ‘সাকিব’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সাকিবকে মঞ্চে ওঠান আয়োজকেরা।

তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। মুঠোফোনের ক্যামেরা থেকে মিডিয়ার ক্যামেরার ফ্লাশ জ্বলেই যাচ্ছিল। সাকিব মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে হাত নাড়েন।

আইপিএলে নিয়মিত খেলা সাকিব কলকাতায় তুমুল জনপ্রিয়। কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ায় সমর্থকেরা ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা করতেও ছাড়েননি।

কাঁকুড়গাছির এই পূজা এবার ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। এটি ‘পরেশ পালের পূজা’ নামে পরিচিত। তবে করোনা সংক্রমণের কারণে হাইকোর্টে নির্দেশে দীপাবলিতে আতশবাজি পোড়ানো যাবে না।

পূজা মণ্ডপে থাকবে ‘নো এন্ট্রি জোন’। মঞ্চের সামনে দাঁড়ানো অসংখ্য ভক্তের উদ্দেশ্যে অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, ‘কলকাতা আমার কাছে ঘরের মতো।

তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।’ সূএঃ কালের কন্ঠ