বাংলাদেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সার ফাহিম উল করিম মা;রা গেছেন। ১০ বছর ধরে বিছানাবন্দি থেকে বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা;রা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ই…রাজিউন)।
‘বিস্ময় বালক’ ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার চলাফেরা স্বাভাবিক ছিল না। ঠিকমতো কথাও বলতে পারতেন না। শত প্রতিবন্ধকতা স্বত্ত্বেও কিভাবে সফল ফ্রিল্যান্সার হতে হয় সেটা দেখিয়েছেন ফাহিম।
ফাহিম বেসিস থেকে দেয়া সেরা ফ্রিল্যান্সার পুরস্কার বেশ কয়েকবারই নিজের ঝুলিতে তুলে নিয়েছেন। বিশ্বের মধ্যে ফ্রিল্যান্সিং টপ ফাইভ সাইটের মধ্যে একটি হলো ফাইভার।
ফাইভারে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে টপ রেটেড সেলার ব্যাজ আছে ফাহিমের। ফাইভার অথরিটি ফাহিমকে নিযুক্ত করে কমিউনিটি লিডার হিসেবে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি।
এছাড়াও আপওয়ার্কসহ প্রায় সব মার্কেটপ্লেসে ফাহিমের দাপট ছিল সেরাদের তালিকায়। এক কথায় ফাহিম ছিলেন নতুন ফ্রিল্যান্সারদের অনেক বড় অনুপ্রেরণা।