২০ রিয়ালের ব্যাংক নোট চালু করলো সৌদি আরব!

আসন্ন জি-২০ সামিটে সভাপতিত্ব করার অর্জনকে স্বারক করে রাখার জন্য ২০ রিয়ালের ব্যাংক নোট চালু করেছে সৌদি আরব। সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর অভিভাবক কিং সালমান এর অনুমতিক্রমে এই নোট চালু করা হয়।

আজ ২৫ অক্টোবর থেকে ২০ রিয়ালের এই নতুন ব্যাংক নোট সর্বসাধারন এর জন্য উম্মুক্ত করা হবে ব্যাংক থেকে। অন্যান্য সকল ব্যাংক নোটের পাশাপাশি এই ব্যাংক নোটও সাধারন নোট হিসেবেই ব্যবহার করা যাবে।

SAMA জানিয়েছে যে এই নতুন নোটটি সাধারন ব্যাংক নোট এর মতোই সকল স্ট্যান্ডার্ড মেনে তৈরী করা হয়েছে। এতে

আধুনিক ডিজাইন এবং স্পেসিফিকেশন এর সাথে বেগুনী রঙ দেয়া হয়েছে, যা জি-২০ এর বর্তমান লোগো থেকে অনুপ্রাণিত।

এছাড়াও নোটটির সামনের দিকে সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর অভিভাবক কিং সালমান এর ছবি এবং জি-২০ এর স্লোগান থ্রিডি ডেকোরেশন করে বসানো হয়েছে।