সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই বছরের না’তনিকে ধ’র্ষ’ণের অভি’যোগে দাদা ইউসুফ আ’লীকে আ’টক করে গা’ছের সঙ্গে বেঁ’ধে রাখেন এলাকাবাসী। শু’ক্রবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলোনি গ্রামে এই ঘ’টনা ঘ’টে।
এলাকাবাসী জানান, ধ’র্ষ’ণের শি’কার শি’শুটি ইউসুফ আলীর ভা’গ্নের মে’য়ে। শি’শুটি ও তার ভাই ইউসুফ আলীর বাড়ির আ’ঙ্গিনায় বিকেলে খেলতে যায়। পরে তার ভাই চলে আসার পর বসতঘরে দরজা ব’ন্ধ করে শি’শুটিকে ধ’র্ষ’ণ করে ইউসুফ।
চিৎকার শুনে স্থা’নীয়রা এগিয়ে গেলে ইউসুফ ও শি’শুটিকে বিব’স্ত্র অব’স্থায় পায়। এ সময় স্থা’নীয় লো’কজন ইউসুফ আ’লীকে আ’টক করে গাছের স’ঙ্গে বেঁ’ধে পু’লিশ ও স্থা’নীয় ইউ’পি স’দস্যকে জা’নায়।
শি’শুটির মা-বাবা জানান, মে’য়ের কা’ন্নার শ’ব্দ শুনে প্র’তিবেশী’রা তাদের খবর দিলে তারা গিয়ে দেখেন মে’য়ে বিব’স্ত্র পড়ে আছে; তার গায়ে র’ক্ত।
স্থানীয় ইউপি সদস্য ধন মিয়া জানান, ধ’র্ষ’ণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজন ও তার পরিবার ধ’র্ষ’ককে আ’টক করে রেখেছে। পু’লিশকে জা’নানোর পর ঘ’টনাস্থলে পু’লিশ এসে ঘটনা তদ’ন্ত করছে।বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন রানা বলেন, ঘটনাটি আমা’কে ইউপি সদস্য জানিয়েছেন। পু’লিশ প্রাথমিক ত’দন্ত করছে।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম জানান, শি’শু’টির ধ’র্ষ’ণের অ’ভিযোগের প্রে’ক্ষিতে ইউসুফ আ’লীকে আ’ট’ক করেছে পু’লিশ।
অ্যা’ডিশনাল এসপি (প্রশাসন) হায়াতুন নবী জানান, শি’শু ধ’র্ষ’ণের অভি’যোগে স্থা’নীয়রা একজনকে আ’টক করেছে বলে খবর পেয়ে ঘট’নাস্থলে পু’লিশ পা’ঠানো হয়েছে। ত’দ’ন্তের পর ব্য’বস্থা নেয়া হবে।