মুন্সিগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ ধরার প্রস্তুতিকালে ৯৭টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্টজালসহ ৬ জেলেকে আটক করেছে মাওয়া নৌ পুলিশ৷ জব্দকৃত ৯৭টি ট্রলার রাতেই নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, চার এসপি ও মৎস্য বিভাগের এক উপসচিবের নেতৃত্বে ৮০ জনের ফোর্স। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, সোমবার রাতে পদ্মায় অভিযান চালানো হয়। জাতীয়
সম্পদ রক্ষাকে গুরুত্ব দিয়ে নৌ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বিমান বাহিনী এ অভিযানে অংশ নেয়। আকাশ থেকে হেলিকপ্টারে মনিটরিং করে বিমান বাহিনী।
জব্দ করা ৯৪টি মাছ ধরার ট্রলার পদ্মায় ডুবিয়ে দেয়া হয়। ৬৭ লাখ মিটার ইলিশ ধরা জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ছয় জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, পদ্মা পারের সিডার চর, কলিকালের চর ও বাবুর চরে গড়ে ওঠা মৌসুমি ইলিশের আড়ত গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া পদ্মার পাশাপাশি লৌহজংয়ের পদ্মার শাখা নদীতেও এ অভিযান চালানো হয়।