ভিপি নুরদের বি’রুদ্ধে মা’মলা করা সেই ছাত্রীর দেহে করোনার উপসর্গ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার ৫ সহযোগীর বি’রু’দ্ধে ধ-র্ষ-ণের অভি’যোগে করা মা’মলার বা’দী হাসপাতালে চিকিৎসাধীন। তার দে’হে ক’রোনা’র উপসর্গ থাকায় রোববার

(১৮ অক্টোবর) রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ক’রোনা ওয়ার্ডে ভর্তি করা হয় এই ঢাবি ছাত্রীকে।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের ওই শিক্ষার্থী গতরাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তিনি ক’রো’নায় আ’ক্রা’ন্ত কি না। হাসপাতালের ৯০২ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এর আগে গত ৮ অক্টোবর থেকে নুরসহ ৬ অ’ভিযু’ক্ত ব্য’ক্তির বি’রু’দ্ধে আ’মর’ণ অ’নশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের ওই ছাত্রী। প্রসঙ্গত, গত ২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি

থানায় নুরুল হক নূর ও তার পাঁচ সহযোগীর বি’রু’দ্ধে নারী ও শিশু নি-র্যা-তন দম’ন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দু’টি মা’মলা করেন ওই ছাত্রী।

এরপর ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরকে গ্রে’ফতার করে পুলিশ। ধ-র্ষ-ণের মা’মলার পাশাপাশি পুলিশের ওপর হা’ম’লার অভি’যো’গেও তাকে আ’টক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয় তাকে।

এই প্রেক্ষাপটে গত রোববার রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুর থেকে মা’ম’লার দুই আসা’মি সাইফুল ইসলাম ও

হুদাকে গ্রে-প্তার করে গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই দুই নেতা দীর্ঘ দিন নূরের রাজনৈতিক সহকর্মী, ধ-র্ষ-ণ ও ধ-র্ষ-ণে সহযোগিতার অভি’যোগের ওই মামলার আসা’মি। সুত্রঃ পূর্ব পশ্চিম বিডি।