মিন্নির ফাঁ’সির রায় কা’র্যকর নিয়ে আবারো নতুন ঘোষণা দিলো আদালত

বরগুনায় আ’লোচিত রিফাত হ”ত্যায় স্ত্রী’ মিন্নির দৃ’ষ্টান্ত’মূ’লক শা”স্তি না হলে, অন্য নারীরা বি’পথগা’মী হবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন আ’দালত। সকালে হাই’কোর্টে পৌঁছায় মিন্নিসহ ৬ আ’সা’মির ডেথ রেফারেন্স।

খালাস চেয়ে মিন্নির ওকালতনামা’ও আইনজীবীর কাছে জমা দিয়েছেন তার বাবা। তার আইনজীবী জানান, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন তারা।

মিন্নির পরি’কল্পনাতেই স্বামী রিফাত শরীফকে হ”ত্যা করা হয়, কো”পা’নোর সময় বাঁ’চানোর নাট’ক করেছিল মিন্নি। আ’লোচিত এ মা’মলার ছয় আ’সা”’মির মৃ’ত্যুদ’ণ্ডের রায় রোববার (০৪ অক্টোবর) সকালে পৌঁছায় উচ্চ আ’দালতে।

রায় পৌঁছার আগেই হাই’কোর্টে হাজির মিন্নির বাবা। সঙ্গে এনেছে মিন্নির স্বাক্ষরিত ওকালতনামা। আইনজীবীর সঙ্গে পরাম’র্শ কোরে তার বাবা জানান, তার মে’য়ে কনডেম সেলে খুব ক’ষ্টে আছেন। মিন্নিকে ফাঁ’সা’নো হয়েছে বলে আবারও দাবি করেন তিনি।

মিন্নির বাবা বলেন, মিন্নির প্রতি অবিচার করেছে। এ জন্যই হাই’কোর্টে আসা। আশা করি, হাই’কোর্ট ভালো ফলাফল দেবে। নিয়ম অনুযায়ী আ’সা’মিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করেন।

তার আইনজীবী জানান, এ সময়ের মধ্যেই আবেদনটি জমা দেয়া হবে। মিন্নির আইজীবী জেড আই খান পান্না বলেন, মিন্নির মা’মলায় সবেমাত্র আজকে কাগজ পেয়েছি। দ্রু’তই আপিল ফাইল করতে যাচ্ছি।

কারা সূত্রের তথ্যমতে, দেশের ‘বর্তমানে ৪৯ জন ফাঁ”সির দ’ণ্ডপ্রা’প্ত নারী আ’সা’মি কনডেম সেলে আছেন। তবে এখন পর্যন্ত কোনো নারী আ”সা’মির দ’ণ্ড কার্যকরের নজির নেই।