নিউইয়র্কে করো;না;ভাইরা;সের সং;ক্র;মণ বাড়ায় ফের স্কুল ও রেস্তোরাঁ বন্ধে;র বিষয় নিয়ে সিটি মেয়র ও রাজ্য সরকারের মধ্যে চলছে তুমুল দ্ব;ন্দ্ব।
সিটি মেয়র বিল ডি ব্লাজিও স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয়-এমন ব্যবসা প্রতিষ্ঠান ৭ অক্টোবর থেকে ব;ন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো তা অনুমোদন দেননি। ফলে তাদের মধ্যে শুরু হয়েছে তুমুল দ্বন্দ্ব।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেয়র নিউইয়র্কের স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়ার কথা বললেও প্রস্তাবটি গভর্নর নাকচ করে দিয়েছেন।
গত ৫ অক্টোবর গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্কের স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান এই মুহূর্তে আবার ব;ন্ধ করার কোনো প্রয়োজন নেই।
মেয়র ব্লাজিওর এ সম্পর্কিত প্রস্তাব অনুমোদন না করে গভর্নর বলেছেন, স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ব;ন্ধ করে এর পরিবর্তে রাজ্য পুলিশ সহায়তা করতে পারে। নিউইয়র্কে করো;না;;ভা;ইরা;স প্রতিরো;ধে বাইরে মা;স্ক পরা বাধ্য;তা;মূলক।
কেউ এই আইন অমান্য করলে পুলি;শ অতিরিক্ত জরি;মানা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সমন জারি করতে পারে। করো;না;বিধি ভ;ঙ্গ করলে রেস্তোরাঁকে জরি;মানা করা যেতে পারে।
গভর্নর বলেন, স্থানীয় সরকারের আইন প্রয়োগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি না করে, তাহলে স্থানীয় সরকার আইন লঙ্ঘন করবে। আর মৌখি;কভাবে মা;স্ক পরতে বলাটা-আইনের যথাযথ প্রয়োগ নয়। এটা যে কেউ লঙ্ঘ;ন করবে।
নগরে আইনের যথাযথ প্রয়োগ না করাটা মেয়র ব্লাজিওর দোষ বলেও মন্তব্য করেন গভর্নর। ৪ অক্টোবর নগরের সিটি হলে মেয়র বিল ডি ব্লাজিও বলেন, নিউইয়র্কের ব্রুকলিন ও কুইন্সে আবার করো;না;র সং;ক্র;মণ বাড়ছে। করো;না প্রতি;রোধে দীর্ঘ দিন এসব প্রতিষ্ঠান ব;ন্ধ থাকার পর আবার খোলা শুরু হয়েছে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৭ অক্টোবর থেকে নগরের চিহ্নিত নয়টি এলাকার স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার ব;ন্ধ করে দিতে হবে। বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিল ডি ব্লাজিও বলেন, স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান আবার ব;ন্ধ করে দিতে আপাতত নগরের নয়টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-ব্রুকলিনের বেনসনহার্স্ট, বরো পার্ক, গ্রেভসেন্ড, মিডউড ও শেপসহেড বে এবং কুইন্সের ফার রকঅ্যাওয়ে ও কিউ গার্ডেনস। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস।
তবে ব্লাজিওর এই প্রস্তাব নাকচ করে কুমো বলেছেন, এর পরিবর্তে নগরের ওই এলা;কায় সা;মা;জিক দূরত্ব বজায় রাখা ও মা;স্ক পরার বিষয়ে সিটি কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।;